একদলীয় ব্যবস্থা বলতে কী বুঝ ?
একদলীয় ব্যবস্থা কাকে বলে?
ভূমিকা : আধুনিক গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক দল প্রতিনিধিত্বমূলক বা পরোক্ষ গণতন্ত্রের প্রাণস্বরূপ। তাই বিশ্বের সকল রাষ্ট্রেই দলীয় ব্যবস্থা বিদ্যমান দলীয় ব্যবস্থার মধ্যে অন্যতম হলো একদলীয় ব্যবস্থা। একদলীয় ব্যবস্থার গুরুত্ব রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদলীয় ব্যবস্থায় শুধুমাত্র একটি দলই বিদ্যমান থাকবে।
একদলীয় ব্যবস্থা (Single party system)কি?: রাষ্ট্রে একটি মাত্র দলের অস্তিত্ব থাকলে এবং অন্যান্য দলের কার্যক্রম নিষিদ্ধ হলে, তাকে একদলীয় ব্যবস্থা বলা হয়। একদলীয় ব্যবস্থার উদ্ভব ঘটে রাশিয়ায় যখন লেনিন ১৯১৭ সালে রাশিয়ায় সাম্যবাদী ব্যবস্থা প্রবর্তন করে তখন বলশেভিক দল সাম্যবাদী দলে পরিণত হয়। Stalin ১৯৩৬ সালে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেয়। মুসোলিনি ইতালিতে ও হিটলার জার্মানিতে একদলীয় ব্যবস্থা প্রবর্তন করে। এছাড়া Spain, portugal, mexico, Albania, poland, East garmany, মিশর, মিয়ানমার, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে একদলীয় ব্যবস্থা প্রবর্তিত হয়। যে রাষ্ট্রে একটি মাত্র দলের অস্তিত্ব ব্যতীত বা অপর সকল দলকে নিষিদ্ধ করে দেয়া হয় তখন তাকে একদলীয় ব্যবস্থা বলে। একদলীয় ব্যবস্থার মূলমন্ত্র হলো একদেশ, একনেতা, এক জাতি, এটা হয় সর্বাত্মকবাদী নয় কর্তৃত্ববাদী ব্যবস্থা, এ ব্যবস্থায় দলই শাসকের ভূমিকা পালন করে একদলীয় ব্যবস্থায় শীর্ষ নেতা কতিপয় সহযোগী সহকারে রাষ্ট্রীয় ক্ষমতা চর্চা করে। আইনগতভাবে কার্যত সে কারো নিকট দায়ী থাকে না। শীর্ষ নেতা একনায়ক হিসেবে পরিগণিত হয়।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, একদলীয় ব্যবস্থা হলো একটি দেশে শুধুমাত্র একটি দল থাকবে এবং এই দলটিই পরোক্ষভাবে রাষ্ট্রের পরিচালকের আসনে থাকবে। একদলীয় শাসনব্যবস্থার মূলমন্ত্র হলো একদল, এক নেতা, এক জাতি। একদলীয় ব্যবস্থায় দলের শীর্ষ নেতা একনায়ক হিসেবে পরিগণিত হন। তিনি বাধা বন্ধনহীনভাবে শাসন করেন।