গণতন্ত্রায়ন বলতে কী বুঝ?

গণতন্ত্রায়ন কি| গণতন্ত্রায়ন কাকে বলে| গণতন্ত্রায়ন বলতে কি বোঝায়| গণতন্ত্রায়নের ধারণা


ভূমিকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে পশ্চিমা গণতন্ত্র এবং সমাজতন্ত্রের প্রবল প্রতিদ্বন্দ্বিতায় গণতন্ত্রের দুর্বল দিকগুলোর অপসারণের প্রচেষ্টা গৃহীত হয়। এর ফলে শিক্ষিত সম্প্রদায় ব্যক্তিস্বাধীনতা, বাকস্বাধীনতা এবং ব্যক্তিগত সম্পদের মালিকানার নিশ্চয়তা হিসেবে গণতন্ত্রকে স্বাগত জানায়। গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্র থেকে শুরু করে সমাজের বৃহত্তর পরিসর পর্যন্ত গণতন্ত্র বাস্তবায়নের প্রক্রিয়াই হচ্ছে গণতন্ত্রায়ন।

গণতন্ত্রায়ন কী : রাষ্ট্রবিজ্ঞানে গণতন্ত্রায়ন হলো রাষ্ট্রযন্ত্রের সকল সংগঠনে গণতান্ত্রিক ধ্যান-ধারণা ও নীতি-আদর্শের প্রতিফলন ঘটানো। গণতন্ত্রের পথে যাত্রা শুরুকে অনেকে গণতন্ত্রায়ন বলে থাকেন। তবে কেবল গণতন্ত্রের পথে যাত্রা শুরুই গণতন্ত্রায়ন নয়। গণতন্ত্রায়ন করতে হলে সাম্য, অধিকার, কর্তব্য, আইন মেনে চলা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতিফলন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে থাকতে হবে। গণতন্ত্রায়নের অর্থই হলো মানুষের বাকস্বাধীনতা, সম্পত্তির অধিকার, ইচ্ছার স্বাধীনতা, মতামত প্রকাশের অধিকার, ন্যায্য প্রাপ্তি বুঝে নেয়া-দেয়া, যোগ্যতার মূল্যায়ন, অধিকারে হস্তক্ষেপ না করা, অর্থনৈতিক মুক্তি ও আইনের শাসনের বাস্তবায়ন ইত্যাদির মাধ্যমে মানবজীবনের পূর্ণাঙ্গ নিশ্চয়তা বিধান করা। গণতন্ত্র ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে পুরোপুরি ধাবিত হবার একটি প্রক্রিয়া হচ্ছে গণতন্ত্রায়ন। এ প্রক্রিয়ায় গণতান্ত্রিক ভাবধারা, নীতি ও আদর্শানুযায়ী রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয়।

প্রামাণ্য সংজ্ঞা : গণতন্ত্রায়ন সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাদের উল্লেখযোগ্য কয়েকটি সংজ্ঞা উপস্থাপন করা হলো :

জর্জ মডেলস্কি (Modelski) বলেন,  "Democratization is the process by which democracy spreads across the world." অর্থাৎ, গণতন্ত্রায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া বিশেষ যার দ্বারা গণতন্ত্র সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

প্রফেসর ড. অতাউর রহমান (Prof. Dr. Ataur Rahman) মনে করেন, "Democratization is a process, through which people exercise their rights of franchise in an open and competitive election and participate in the decision making process of the government." অর্থাৎ, গণতন্ত্রায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যখন কোন একটি দেশের জনসাধারণ প্রত্যক্ষ প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারে।

স্যামুয়েল পি. হান্টিংটন (Samual P. Hauntington ) তাঁর 'The Third Wave' গ্রন্থে বলেন, "Democratization differs substantially from one place to another and one time to another." তিনি আরো বলেন, "The movements towards democratization has been global one and occuring as a function of transitional influences or interactions of geographical proximity in the forms of 'snowball' or demonstration effects."

উপসংহার : উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, গণতন্ত্রায়ন হচ্ছে রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা এবং বাস্তবায়ন প্রক্রিয়ার মাধ্যমে জনগণ সরকার গঠন প্রক্রিয়া থেকে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত কার্যকর অংশগ্রহণ করতে পারে। সর্বোচ্চ আইনের শাসন অনুসরণের মাধ্যমে রাষ্ট্রে বা সমাজে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে এবং এর প্রক্রিয়াটিই হচ্ছে গণতন্ত্রায়ন।

আরো পড়ুন:

• জবাবদিহিতা কী?

উন্নয়ন বলতে কী বুঝ?

পূর্ববর্তী পরবর্তী
No Comment
মন্তব্য করুন
comment url