লেনিনের পার্টি তত্ত্ব সম্পর্কে লিখ।

ভূমিকা : লেনিনের তত্ত্বসমূহের মধ্যে তাঁর পার্টিতত্ত্ব নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রলেতারিয়েতের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে তিনি কমিউনিস্ট পার্টিকে একটি সুসংগঠিত, সুসংহত, সুদৃঢ় ও শক্তিশালী দলরূপে গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন। তার নেতৃত্বেই রাশিয়ার কমিউনিস্ট পার্টি পরম শক্তিশালী দলরূপে প্রতিষ্ঠা লাভ করে।


লেনিনের পার্টি তত্ত্ব : ১৯০২ সালে লেনিনের লেখা What is to be done? শীর্ষক নিবন্ধে তিনি বলেন যে, শ্রমিক শ্রেণি ঐক্যবদ্ধ হয়ে শুধু ট্রেড ইউনিয়ন গঠন করতে পারে মাত্র, দুনিয়ার ইতিহাসেও তাই দেখা গেছে। ট্রেড ইউনিয়ন গঠনের মানসিকতা দিয়ে আর যাই হোক অন্তত সমাজতন্ত্রে উত্তরণ করা যায় না। ট্রেড ইউনিয়নগুলো সাধারণত ঐক্যবদ্ধভাবে চাপ প্রয়োগের মাধ্যমে নিয়োগকর্তার নিকট থেকে কিছু দাবি দাওয়া আদায় করে পরিতুষ্ট থাকে। 

লেনিন বলেন যে, শ্রমিক শ্রেণির মধ্যে আগে সমাজতন্ত্র সচেতনতা সৃষ্টি করতে হবে এবং তা করতে পারে একটি মাত্র দলীয় শক্তি যার সদস্যবৃন্দ সংখ্যায় অল্প, অথচ বিশ্বস্ত, অভিজ্ঞ এবং দৃঢ়চিত্ত। প্রত্যেক গুরুত্বপূর্ণ অঞ্চলে এসব বিপ্লবী কর্মীদের প্রতিনিধি থাকবে এবং এরা সকলে অত্যন্ত নিষ্ঠার সাথে দলের সমর্থন যোগাবে।

উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, লেনিনের সমালোচকগণ যুক্তিসংগতভাবে এ অভিযোগ করে থাকেন যে লেনিন তাঁর পার্টি তত্ত্ব খাড়া করে প্রকারান্তরে মার্কসবাদকে অস্বীকার করেন। লেনিন প্রধানত রাশিয়ার বাস্তব অবস্থার প্রেক্ষিতে তাঁর পার্টি তত্ত্ব নির্মাণ করেন।


আরো পড়ুন: 

পূর্ববর্তী পরবর্তী
No Comment
মন্তব্য করুন
comment url