মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা
যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে ভর্তি হয়েছেন কিন্তু এখনো কোর্সগুলোর নাম জানেন না। এই আর্টিকেল টি তাদের জন্য। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কোর্স সমূহ নাম জানব। চলুন তাহলে জেনে নেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের কোর্স সমূহ
- সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা - Recent Political Thought (কোর্স কোড - ৩১১৯০১/311901)
- সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন - Social Change and Political Development (কোর্স কোড - ৩১১৯০৩/311903)
- বাংলাদেশের রাজনীতি: ইস্যু ও প্রবণতাসমূহ - Bangladesh Politics: Issues and Trends (কোর্স কোড - ৩১১৯০৫/311905)
- শাসনের সমস্যাবলি - Problems of Governance (কোর্স কোড - ৩১১৯০৭/311907)
- নিরাপত্তা অধ্যয়ন - Security Studies (কোর্স কোড - ৩১১৯০৯/311909)
- বাংলাদেশের দলীয় রাজনীতি - Party Politics in Bangladesh (কোর্স কোড - ৩১১৯১১/311911)
- ভূ-রাজনীতি ও বাংলাদেশ - Geopolitics and Bangladesh (কোর্স কোড - ৩১১৯১৩/311913)
নিচের কোর্স দুটির জন্য আলাদা করে কোন বই কেনার প্রয়োজন নেই। আপনার ডিপার্টমেন্টের স্যার যে বিষয়ের উপরে টার্ম পেপার লিখতে দিবে তারপর ভিত্তি করে ট্রাম পেপার লিখতে হবে। আর ভাইভার জন্য আলাদা করে কিছু বলার নেই। ভাইভা পরীক্ষায় যে কোন ধরনের প্রশ্ন হতে পারে। সাধারণত কোর্স রিলেটেড প্রশ্নগুলোই বেশি করে থাকে ভাইভাতে। ভাইভার জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে পড়লে ই এই পরীক্ষা ভালো করা যাবে। ইনশাআল্লাহ।
- ট্রামপেপার - Term Paper (কোর্স কোড - ৩১১৯১৪/311914)
- মৌখিক পরীক্ষা - Viva-Voce (কোর্স কোড - ৩১১৯১৬/311916)