রাষ্ট্রবিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আন্তর্জাতিকতাবাদ কি?

উত্তর : যে চেতনা দ্বারা জাতীয়তাবাদের উর্দ্ধে থেকে বিশ্বের সকল জাতিকে ঐক্যবদ্ধ করা যায় তাই আন্তর্জাতিকতাবান।

Author 9 Aug, 2022

ভিংটিয়েম কি?

ভিংটিয়েম কীঃ ভিংটিয়েম হচ্ছে জমি,শিল্প,ব্যবসা-বাণিজ্যের উপর ধার্যকৃত কর।

Author 9 Aug, 2022

অংশগ্রহণমূলক গণতন্ত্র কি?

অংশগ্রহণমূলক গণতন্ত্র হলো সকল নাগরিক প্রত্যক্ষভাবে সরকারি নীতি নির্ধারণী কাজে অংশগ্রহণ করতে পারা।

Author 9 Aug, 2022

বিপ্লব কাকে বলে?

অভ্যন্তরীণ সংঘাতপূর্ণ ঘটনার মধ্য দিয়ে দেশের সরকার ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানোকে বিপ্লব বলে।

Author 9 Aug, 2022

মার্কসের দর্শনের মূলকথা কি?

পুঁজিবাদী সমাজে পুঁজিপতি বা বুর্জোয়া এবং প্রলেতারিয়েত বা শ্রমিক শ্রেণির মধ্যে চরম দ্বন্দ্বের ফলশ্রুতিতে প্রলেতারিয়েত বিপ্লবের সূচনা হবে।

Author 9 Aug, 2022

দ্বন্দ্বমূলক বস্তুবাদ কি?

যে বিজ্ঞানসম্মত দার্শনিক ভিত্তির ওপর মার্কসবাদ দাঁড়িয়ে আছে তা হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ ।

Author 9 Aug, 2022

সংশোধনবাদ বা (Revisionism) কি?

মার্কস ও এঙ্গেলসের চিন্তাধারা বিরোধিতা করে যে নতুন মতাদর্শ প্রকাশিত হয় তাকে সংশোধনবাদ (Revisionism) বলে।

Author 8 Aug, 2022