আন্তর্জাতিকতাবাদ কি?
উত্তর : যে চেতনা দ্বারা জাতীয়তাবাদের উর্দ্ধে থেকে বিশ্বের সকল জাতিকে ঐক্যবদ্ধ করা যায় তাই আন্তর্জাতিকতাবান।
উত্তর : যে চেতনা দ্বারা জাতীয়তাবাদের উর্দ্ধে থেকে বিশ্বের সকল জাতিকে ঐক্যবদ্ধ করা যায় তাই আন্তর্জাতিকতাবান।
ভিংটিয়েম কীঃ ভিংটিয়েম হচ্ছে জমি,শিল্প,ব্যবসা-বাণিজ্যের উপর ধার্যকৃত কর।
অংশগ্রহণমূলক গণতন্ত্র হলো সকল নাগরিক প্রত্যক্ষভাবে সরকারি নীতি নির্ধারণী কাজে অংশগ্রহণ করতে পারা।
অভ্যন্তরীণ সংঘাতপূর্ণ ঘটনার মধ্য দিয়ে দেশের সরকার ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানোকে বিপ্লব বলে।
পুঁজিবাদী সমাজে পুঁজিপতি বা বুর্জোয়া এবং প্রলেতারিয়েত বা শ্রমিক শ্রেণির মধ্যে চরম দ্বন্দ্বের ফলশ্রুতিতে প্রলেতারিয়েত বিপ্লবের সূচনা হবে।
যে বিজ্ঞানসম্মত দার্শনিক ভিত্তির ওপর মার্কসবাদ দাঁড়িয়ে আছে তা হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ ।
মার্কস ও এঙ্গেলসের চিন্তাধারা বিরোধিতা করে যে নতুন মতাদর্শ প্রকাশিত হয় তাকে সংশোধনবাদ (Revisionism) বলে।