সুশীল সমাজ বলতে কি বুঝ?
ভূমিকা : সুশীল সমাজ এমন একটি শব্দ যা ব্যাপকভাবে সরকারের মন্ত্রী, বুদ্ধিজীবী, কূটনৈতিক, সাহায্য সংস্থার কর্মী, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষক এবং অন্যান্য পেশার লোকজনের নিকট জনপ্রিয়, এটা এমন একটি আদর্শ যা সব জাতির লোকজনকে প্রভাবিত করে। সিভিল সোসাইটি এমন একটি ব্যবস্থা যা আধুনিক সমাজব্যবস্থার ধারাকে পরিবর্তন করতে চায়। "At is the ultimate third way of governing a society" এটা রাষ্ট্রের পরবর্তী ধাপ।
সুশীল সমাজের সংজ্ঞা : সুশীল সমাজ বলতে বুঝায় দাতব্য কার্যাবলি সম্পাদন, প্রতিবেশীদের পারস্পরিক সাহায্য পরিচালনা, জাতিসংঘ ও রেডক্রসের কার্যাবলি, নিপীড়িত সমাজে মানবাধিকারের কথা প্রচার এবং এরজিওর স্বাস্থ্য, শিক্ষা এবং উন্নয়ন কর্মান্ড।
বর্তমানে সুশীল সমাজ বলতে বহু কার্যাবলিকে বুঝায়। এটা পারিবারিক ও ব্যক্তিগত কার্যাবলিকে অন্তর্ভুক্ত করে থাকে। সমাজের তৃতীয় মাত্রা বলে। এটা সামাজিক ও ব্যবসায়িক কাজ হতে আলাদা।
NIRA chanhoke-এর মতে, "Civil society conveys as a property of the democratic state and society. politics is in short abovt dialogyes and contestations that society has with the state. The cite at which thene take place is civil society."
অর্থাৎ, সুশীল সমাজ গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজকে সম্পত্তি হিসেবে ব্যবহার করে। রাজনীতি হলো সংক্ষেপে আলাপ এবং প্রতিদ্বন্দ্বিতা যা সমাজে রাষ্ট্রের সঙ্গে করে। যে স্থানে এটা সংঘটিত হয় তাহলো সুশীল সমাজ।
Noel parker-এর মতে, “সুশীল সমাজ হলো এমন একটি ক্ষেত্র যা রাষ্ট্রের ক্ষমতা হতে সম্ভাব্য রূপ স্বায়ত্তশাসিত, যার রয়েছে আন্তঃগতিশীলতা ও সম্ভাবনাসমূহ।"
E. Laclan and chanlal monffe-এর মতে, "Civil society is the process by which society reach and covteract the simaltaneovs totalisation unleashed by the state." অর্থাৎ, সুশীল সমাজ হলো একটি প্রক্রিয়া, যার দ্বারা সমাজে পৌঁছাতে চেষ্টা করে এবং একই সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে রাষ্ট্রীয় সামগ্রিকতাবাদের বিরুদ্ধে।
অর্থাৎ, সুশীল সমাজ হলো একটি প্রক্রিয়া যার দ্বারা সমাজ পৌছাতে চেষ্টা করে এবং একই সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে রাষ্ট্রীয় সামগ্রিকতাবাদের বিরুদ্ধে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সুশীল সমাজ বলতে বুঝায় নিপীড়িত সমাজে মানবাধিকারের কথা প্রচার এবং এনজিওর স্বাস্থ্য, শিক্ষা এবং উন্নয়ন কর্মকাণ্ড, পারস্পরিক সাহায্যে কর্মসূচি পরিচালনা করা। সুশীল সমাজের গুরুত্ব অপরিসীম। সুশীল সমাজের মাধ্যমেই সমাজের উঁচুনিচুর ভেদাভেদ দূর করা সম্ভব।