পরিবেশ কি? পরিবেশ কাকে বলে? পরিবেশের সংজ্ঞা দাও।

আমাদের চারপাশে যা কিছু আছে। যেমন- গাছপালা, মানুষ, পশুপাখি, আলো, পানি, বাতাস, মাটি এবং মানুষের তৈরি ঘরবাড়ি, রাস্তাঘাট, শিল্প, কলকারখানা এ সবকিছু মিলে পরিবেশ হয়।

পরিবেশ শব্দটির ইংরেজি প্রতিশব্দ 'Environment' এ শব্দটির সৃষ্টি হয়েছে Environir থেকে। যার অর্থ চতুষ্পার্শ্ব বা চারদিক (Around) পরিবেষ্টিত করা।

পরিবেশের সংজ্ঞা : নিম্নে পরিবেশের সংজ্ঞা আলোচনা করা হলো:

C C Park বলেন, “পরিবেশ বলতে নির্দিষ্ট কোনো সময়ে ও স্থানে মানুষকে ঘিরে থাকা সামগ্রিক অবস্থাকে বুঝায়।" (Environment refers of the sum total conditions which surround man at given point in space and time.)

The Conscious Oxford Dictionary এর মতে, “পরিবেশ হলো উদ্ভিদ ও প্রাণিজগতের উপর প্রভাব বিস্তারকারী চারপাশের অবস্থানগুলোর সমষ্টি।"

Arms বলেন, “জীবদের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে।"

JL Chapman and M J Reiss বলেন, “পরিবেশ হলো একটি জীবনের চারপাশের আবেষ্টনী, যার অন্তর্ভুক্ত আছে। অন্য জীবসমূহ ও ভৌতিক দিক।”

United Nations Environment Programe কর্তৃক বলা হয় যে, “পরিবেশ বলতে পরস্পর ক্রিয়াশীল উপাদানগুলোর মাধ্যমে গড়ে ওঠা সেই প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় প্রণালিকে বুঝায়, যার মধ্যে মানুষ ও অন্যান্য সজীব উপাদানগুলো বসবাস ও জীবনধারণ করে থাকে।"

উপসংহার : সাম্প্রতিক আলোচনার পর বলা যায় যে, পরিবেশ প্রাকৃতিক, সামাজিক, মানবিক প্রভৃতি বিষয়ের সমন্বয়ে গঠিত এক পারিপার্শ্বিক অবস্থা যেখানে মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করে থাকে।

পূর্ববর্তী পরবর্তী
No Comment
মন্তব্য করুন
comment url