উন্নয়ন কি? উন্নয়ন কাকে বলে? উন্নয়নের সংজ্ঞা দাও। উন্নয়ন বলতে কী বুঝো?
ভূমিকা : উন্নয়ন শব্দটি ব্যাপক অর্থবোধক এবং বহুমাত্রিক। সাধারণ অর্থে এটি অগ্রগতি, প্রগতি, প্রবৃদ্ধি, সমৃদ্ধি, বিকাশ ইত্যাদি শব্দের সমার্থক। রাজনীতি, অর্থনীতি, সমাজতত্ত্বে এটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। উন্নয়ন ধারণা গতিশীল ও পরিবর্তনশীল। উন্নয়ন ধারণা নিয়ে সারা পৃথিবীতে রয়েছে ব্যাপক গবেষণা ও প্রকাশনা। উন্নয়ন তত্ত্বের উৎস, বিকাশ ও বৈশিষ্ট্য নিয়ে রয়েছে নানা ধরনের বিতর্ক।
উন্নয়ন কি: সাধারণ অর্থে উন্নয়ন বলতে ক্রমশ বিভিন্ন উন্মেষকে বুঝানো হয়। আরো বলা হয় প্রগতিশীল পরিবর্তনের মাধ্যমে ক্রমশ অগ্রগতি বা প্রবৃদ্ধি। পূর্বেই বলা হয়েছে উন্নয়ন একটি বহুমাত্রিক ধারণা। সে অর্থে উন্নয়ন হচ্ছে সমাজের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কাঠামোর সুদূরপ্রসারী পরিবর্তন।
কোনো কোনো তাত্ত্বিকগণ আবার দেশের সকল নাগরিকের মৌলিক মানবিক চাহিদা মিটানোর প্রেক্ষিতে উন্নয়নকে বিশ্লেষণ করেছেন। সে অনুযায়ী এ রকম চারটি চাহিদা হচ্ছে : ১. জীবন ধারণের চাহিদা; ২. সহায় সম্পত্তির চাহিদা; ৩. অবকাশ যাপনের চাহিদা; ৪. কর্তৃত্ব লাভের চাহিদা।
উন্নয়ন ধারণাকে আজকাল মানবিক উন্নয়নের সাথে সম্পৃক্ত করার সাথে সাথে সম্পদের সুসম বণ্টন, দারিদ্র্য দূরীকরণ, জীবনযাত্রার মানোন্নয়ন, নগরীর সামাজিক উন্নয়ন বিশেষত পরিবেশ দূষণ রোধ ইত্যাদি জনস্বার্থমূলক বিষয়ের সাথে সম্পৃক্ত করা হচ্ছে।
পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত World Commission বলছে সত্যিকার উন্নয়ন তখনই সম্ভব যখন মানবজাতি উন্নয়নকে স্থিতিশীল উন্নয়নে পরিণত করতে পারবে। কমিশন ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব প্রয়োজনের বিনিময়ে বর্তমানকে নির্মাণ না করার আহ্বান জানান।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী ও অর্থনীতিবিদগণ নিম্নোক্তভাবে উন্নয়নের সংজ্ঞা প্রদান করেছেন।
Deng Bol Chok এর মতে, “উন্নয়ন হচ্ছে একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্য দিয়ে মানবজাতি তার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও অবকাঠামোগত প্রয়োজন মিটিয়ে থাকে।” (Development is a process where all social, economic, political and infrastructural needs of human being are met to their fullness.)
মিটলম্যান (Mittleman) এর মতে, “সামাজিক লক্ষ্য পূরণের জন্য প্রাকৃতিক ও মানবিক সম্পদের বর্ধিত মৌলিক ক্ষমতাকে উন্নয়ন বলে।" (The increasing capacity to make national use and of natural human resources for social ends.)
ব্যারন (Barran) এর মতে, “সামাজিক, অর্থনৈতিক,রাজনৈতিক এবং কাঠামোর সুদূরপ্রসারী পরিবর্তন।” (A far reaching transformation of society is economic, social and political structure.)
পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত World Commission-এর মতে, "Humanity has the ability to make develop sustainable to ensure that it meet the needs of the present without compromising the ability of future generation to meet their own needs."
উপর্যুক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে উন্নয়নের তিনটি ক্ষেত্র চিহ্নিত হতে পারে। যেমন- ১. অর্থনৈতিক ২. রাজনৈতিক ও ৩. সামাজিক।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, কোনো দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিকসহ সকল ক্ষেত্রে গতানুগতিক অবস্থা থেকে ধারাবাহিকভাবে অগ্রগতিই হচ্ছে উন্নয়ন।