স্বাস্থ্য নিরাপত্তা কাকে বলে?

ভূমিকা : পরিবেশ বিপর্যয়, খাদ্য সংকট, সামাজিক অসমতা, দরিদ্রতা ইত্যাদি নানা কারণে বৈশ্বিক সংকট সৃষ্টি হচ্ছে। আর এর প্রভাব পড়ছে বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থায়। বৈশ্বিক পর্যায়ে সুস্থ দেহ ও সবল মন নিয়ে যখন মানুষ বসবাস করতে পুষ্টিহীনতা, পারে না তখনই স্বাস্থ্য সংকট দেখা যায়। আর এই স্বাস্থ্য সংকটের সৃষ্টির পিছনে থাকে পরিবেশগত বিপর্যয়। দরিদ্রতা, খাদ্য ও স্বাস্থ্য সেবা গ্রহণে প্রবেশাধিকারে অভাব ইত্যাদি। কাজেই স্বাস্থ্য সংকটের সাথে বৈশ্বিক রাজনৈতিক অর্থনীতির যেমন সম্পর্ক আছে তেমনি বৈশ্বিক রাজনৈতিক প্রতিবেশ ব্যবস্থারও সম্পর্ক রয়েছে।

বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা : বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা হচ্ছে "Global Health Security includes health security in reproductive health rights, adolescent health rights, child health rights, access to health survives and information infrastructures and knowledge of health | sector a round the globe."

 অর্থাৎ বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বলতে নিম্নোক্ত বিষয়াবলিকে বুঝায় :

১. শিশুস্বাস্থ্য নিরাপত্তা।

২. স্বাস্থ্যসেবা গ্রহণের নিশ্চয়তা।

৩. স্বাস্থ্য সেবার বৈষম্য দূরীকরণ।

৪. স্বাস্থ্য সেবার প্রযুক্তি, অবকাঠামো ও মানব সম্পদের পর্যাপ্ততা নিশ্চিত করা।

৫. স্বাস্থ্যসেবা সম্পর্কিত যাবতীয় তথ্য ও সেবা গ্রহণের প্রবেশাধিকার।

৬. বিশ্বব্যাপী প্রজনন বা স্বাস্থ্যের নিরাপত্তা।

৭. বয়োবৃদ্ধি স্বাস্থ্য নিরাপত্তা। ৮. রোগ ও মহামারী নিয়ন্ত্রণ করা।

৯. খাবার, পুষ্টিমান, সুষ্ঠু পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা নিশ্চিত করা।

১০. স্বাস্থ্য সেবার লিঙ্গীয় সমতা নিশ্চিত করা।

উপসংহার : উপযুক্ত আলোচনা থেকে বলা যায় যে, বৈশ্বিক স্বাস্থ্য সংকটের পিছনে বৈশ্বিক অর্থনীতির অসম বণ্টন, পরিবেশ দূষণ, আচরণগত ইত্যাদি কারণ জড়িত।

পূর্ববর্তী পরবর্তী
No Comment
মন্তব্য করুন
comment url