আনজুস (ANZUS) কি? ANZUS (আনজুস) সম্পর্কে সংক্ষেপে লিখ।
ANZUS একটি সামরিক চুক্তি। যা ১৯৫১ সালে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছিল। ANZUS এর পূর্ণরূপ হলো Astralia, Newzeland and United States America Military treaty.
আনজুস (ANZUS) কি
সোভিয়েত ইউনিয়ন এবং চীনের যৌথ নিরাপত্তা হুমকি মোকাবিলার করার লক্ষ্যে ১৯৫১ সালে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যে চুক্তি সম্পাদিত হয় তাই আনজুস (ANZUS)। এটি যৌথ নিরাপত্তার অংশ হিসেবে সম্পাদিত হয়। প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে সামরিক হুমকি মোকাবিলার কৌশল হিসেবে ঠাণ্ডা বা স্নায়ুযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহে আনজুস (ANZUS) চুক্তি গড়ে ওঠে। এ চুক্তি মোতাবেক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে বিভিন্ন যুদ্ধে সামরিক অংশীদারিত্ব গ্রহণ করে। কিন্তু পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তির স্বাক্ষর ও ব্যাপক ভিত্তিক যুদ্ধাস্ত্র সংবরণ চুক্তি স্বাক্ষরতায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দেশ দুটি ১৯৮৩ সালে ও ১৯৮৫ সালে আনজুস চুক্তি থেকে বেরিয়ে আসে।
পরিশেষে বলা যায় যে, ১৯৫১ সালে সোভিয়েত রাশিয়া ও চীনের যৌথ নিরাপত্তা হুমকি মোকাবিলা করার জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক চুক্তি আনজুস সম্পাদিত হয়। যা ১৯৮৩ সালে অস্ট্রেলিয়া ও ১৯৮৫ সালে নিউজিল্যান্ড ভেঙে দেয়।