রাজনৈতিক জোট বলতে কী বুঝায়?

রাজনৈতিক জোট কাকে বলে?

ভূমিকা : আধুনিক রাজনীতিতে রাজনৈতিক জোট এবং রাজনৈতিক দল ব্যাপক ভূমিকা পালন করে। আগে থেকেই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া থাকলেও রাজনৈতিক জোট গঠনের প্রবণতা অতি সাম্প্রতিক কালের। বর্তমানে অনেক রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক জোট গঠনের মাধ্যমে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেখা যায়। এক্ষেত্রে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করা মূল্য লক্ষ্য।

রাজনৈতিক জোট কি?: বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক জোটের ভূমিকা অনস্বীকার্য। রাজনৈতিক জোটের ইংরেজি প্রতিশব্দ Political alliance. সাধারণত সমমনা রাজনৈতিক দলসমূহ তাদের স্বার্থকে একীভূত করার মাধ্যমে রাজনৈতিক জোট গঠন করে। অর্থাৎ রাজনৈতিক জোট হলো কোন সুস্পষ্ট ও সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচিতে কতিপয় সমমনা রাজনৈতিক দলের সমন্বিত কর্মকাণ্ডের জটিল রূপ। মূলত রাজনৈতিক একটি সাময়িক পদক্ষেপ যা রাজনৈতিক দলগুলোর বয়কট থেকে উত্তরণের পথ দেখায়। অন্যভাবে বলা যায়, কতিপয় রাজনৈতিক দল তাদের নিজস্ব দলীয় আদর্শ নীতি, অস্তি ত্বকে অক্ষুণ্ণ রেখে বৃহত্তর রাজনৈতিক স্বার্থে একতাবদ্ধ হয়ে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে। তখন তাকে রাজনৈতিক জোট বলে। রাজনৈতিক জোটের অপর নাম রাজনৈতিক মোর্চা বা মহাজোট। সাধারণত ক্ষমতাসীন সরকারের পতন কিংবা আসন্ন নির্বাচনে সরকারি দলের ভরাডুবি নিশ্চিত করার জন্য জোট গঠন করে থাকে। রাজনৈতিক জোটের উদাহরণ হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের ১৪ দলীয় জোট, বিএনপির নেতৃত্বাধীন দলীয় জোট, ভারতের বিজেপির নেতৃত্বাধীন এনডিপি জোট প্রভৃতি।

উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, সাম্প্রতিক কালের নৈতিবাচকতা পরিহার করার লক্ষ্যে রাজনৈতিক জোট গঠনের প্রবণতা বিশেষভাবে লক্ষ করা যায়। ক্ষমতাসীন বা ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলগুলো তাদের অবস্থানকে শক্তিশালী করার জন্য রাজনৈতিক জোট গঠন করে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো অনেকক্ষেত্রে সফলতা পায়।
পূর্ববর্তী পরবর্তী
No Comment
মন্তব্য করুন
comment url