স্নায়ুযুদ্ধ বলতে কী বুঝ? অথবা ঠাণ্ডা যুদ্ধ কী? অথবা Cold War কী? স্নায়ুযুদ্ধ সম্পর্কে আলোচনা কর।

আন্তর্জাতিক রাজনীতিতে স্নায়ুযুদ্ধ একটি পরিচিত শব্দ।স্নায়ুযুদ্ধ কাকে বলে? স্নায়ুযুদ্ধ মূলত দুটি দেশের ভিন্ন বিশ্বাস আর মতাদর্শের সংঘর্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিশ্ব রাজনীতিতে দুটি প্রধান শক্তির আবির্ভাব ঘটে। যথা : মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। তাদের মধ্যকার পরোক্ষ দ্বন্দ্বই বিশ্ব ইতিহাসে স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। প্রকৃতপক্ষে স্নায়ুযুদ্ধ ছিল সমাজতন্ত্র ও পুঁজিবাদের প্রতিষ্ঠার লড়াই।

স্নায়ুযুদ্ধ কি?

স্নায়ুযুদ্ধ বিষয়টি প্রাথমিকভাবে উঠে আসে উইনস্টাইন চার্চিলের ওয়েস্ট মিনিস্টার কলেজের বক্তৃতার মাধ্যমে। তিনি ১৯৪৬ সালের ৫ মার্চ এ বক্তৃতা পেশ করেছিলেন। যেখানে চার্চিল Cold war শব্দটি সরাসরি সম্পর্কের অবনতির বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে এক কথাটি বলেন। ইংরেজি Cold war শব্দটির বাংলা অর্থ হলো স্নায়ুযুদ্ধ, শীতল যুদ্ধ, ঠাণ্ডা লড়াই, প্রচার যুদ্ধ ইত্যাদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধদ্ধোত্তরকালে দুটি পরস্পর বিরোধ রাষ্ট্র জোট প্রত্যক্ষ সংগ্রামে লিপ্ত না হয়ে পরস্পরের প্রতি যে যুদ্ধভাব বজায় রেখেছিল তাকেই স্নায়ুযুদ্ধ বলে অভিহিত করা হয়। আমেরিকার সাংবাদিক ওয়াল্টার লিপম্যান Cold war শব্দটি প্রথম সংবাদপত্রে ব্যবহার করেন।

স্নায়ুযুদ্ধের সংজ্ঞাসমূহ 

বিভিন্ন পণ্ডিত বিভিন্নভাবে স্নায়ুযুদ্ধের সংজ্ঞা দিয়েছেন। নিম্নে তা উপস্থাপন করা হলো।

ওয়াল্টার রেমন্ডের মতে, “ঠাণ্ডা যুদ্ধের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতিকে বুঝানো হয়। ঠাণ্ডাযুদ্ধ এমন একটা পরিস্থিতি, যেখানে প্রকৃত যুদ্ধের আশ্রয় গ্রহণ না করেও অত্যন্ত বিরোধিতাপূর্ণ পরিবেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হয়।

অধ্যাপক ফ্রাংকেলের মতে, “ঠাণ্ডা যুদ্ধের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মতাদর্শগত এবং তাদের প্রবক্তা সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধের সাথে জড়িত সকল ঘটনাকে বুঝায়। "

Dictionary of Politics এ বলা হয়েছে, "Cold war is a state of tension between countries in which each side adopts politics designed to strengthen itself and waken the toiling short of actual not war." 

পরিশেষে বলা যায় যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সুপার পাওয়ার হিসেবে রুশ মার্কিন উত্থান এবং তাদের অনুসৃত অর্থনৈতিক ব্যবস্থা বা মতবাদ প্রতিষ্ঠার লক্ষ্যই ছিল স্নায়ুযুদ্ধ। কিন্তু প্রকৃতপক্ষে এ যুদ্ধ প্রত্যক্ষভাবে বাধেনি বরং বিশ্ব ব্যবস্থার স্নায়ুবিক চাপ বৃদ্ধি পায়, তাই ইতিহাসে এটি স্নায়ুযুদ্ধ নামে পরিচিতি লাভ করে।
পূর্ববর্তী পরবর্তী
No Comment
মন্তব্য করুন
comment url