মানব সৃষ্ট বিপর্যয় বলতে কী বুঝ?

ভূমিকা : মানব সৃষ্ট বিপর্যয় হচ্ছে মানুষের তৈরি বিপর্যয়। মানবসৃষ্ট বিপর্যয়কে সংজ্ঞায় বলতে গেলে মানুষের কর্মকাণ্ডের ফলে প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে যে নৈরাজ্যতা ও ভয়াবহতা নেমে আসে তাই মানব সৃষ্ট বিপর্যয়। মানবসৃষ্ট বিপর্যয়ের পরিধি ব্যাপক ও বিস্তৃত। 

মানব সৃষ্ট বিপর্যয় : নিম্নে সে সম্পর্কে আলোচনা করা হলো :

১. অভিবাসন সংকট : অভিবাসন সংকট মানবসৃষ্ট বিপর্যয়ের অন্যতম উদাহরণ।

২. জনসংখ্যা: জনসংখ্যা বিস্ফোরক মানুষের তৈরি প্রত্যক্ষ একটি বিপর্যয়।

৩. পরিবেশ দূষণ : মানুষের দ্বারা অনিয়ন্ত্রিত কাজ করা হচ্ছে পরিবেশ দূষণের কারণ। এটি একটি বিপর্যয়

৪. সন্ত্রাসবাদ : সন্ত্রাসবাদ মানুষের সৃষ্টি সবচেয়ে বড় বিপর্যয়।

৫. অর্থনৈতিক ও রাজনৈতিক অবরোধের মাধ্যমে খাদ্য সংকট সৃষ্টি। যা মানব সৃষ্ট অন্যতম একটি বিপর্যয়। উদাহরণ : সিরিয়া।

৬. যুদ্ধ যুদ্ধ প্রয়োজন, অপ্রয়োজনে হাজার হাজার প্রাণ কেড়ে নিচ্ছে। যুদ্ধ এখন বৈশ্বিক সমস্যা। এটিও মানবসৃষ্ট সবচেয়ে বড় বিপর্যয়।

৭. ধর্ষণ : এটি একটি নির্যাতন। যা একটি মানব সৃষ্ট বিপর্যয় বলে বিবেচিত হয়।

৮. সামাজিক বিচ্ছিন্নতা:  সামাজিক বিচ্ছিন্নতাও একটি মানব সৃষ্ট বিপর্যয়। যার প্রভাবে সন্ত্রাস, জঙ্গিবাদ, সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

৯. লিঙ্গ বৈষম্য : এটি একটি অদৃশ্যমান সামাজিক বিপর্যয়। যার ভয়াবহতা সুদূরপ্রসারী।

উপসংহার: পরিশেষে বলা যায়, মানব সৃষ্ট বিপর্যয় হচ্ছে মানুষের তৈরি অন্যান্য ও অসামাজিক কাজ। যার ফলাফল মানুষ নিজেরাই ভোগ করে।

পূর্ববর্তী পরবর্তী
No Comment
মন্তব্য করুন
comment url