অষ্টিনের সার্বভৌমত্ব মতবাদটি সমালোচনাসহ আলোচনা করুন।
সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদ
সার্বভৌমতা সম্পর্কে মতবাদ পরস্পর বিপরীত ধর্মীবাদ রয়েছে। একটি হচ্ছে একতাবাদ আর অপরটি বহুত্ববাদ । প্রথম মতবাদ পরিবেশ সার্বভৌমত্ব একক, অবিভাজ্য এবং হস্তান্তরযোগ্য নয়। পক্ষান্তরে, দ্বিতীয় মতবাদ পরিবেশ সার্বভৌমতা সমাজের বিভিন্ন সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে নিহিত, এটি কোন একক ক্ষমতা নয়। কোন এক প্রতিষ্ঠান এ ক্ষমতার অধিকারী নয়।
জন অস্টিনের সার্বভৌমত্বের একত্ববাদী মতবাদ কী?
সার্বভৌমত্বের বিভিন্ন মতবাদের মধ্যে অস্টিনের একতাবাদ মতবাদ একটি বিশাল মতবাদ। সাধারণ আইন বিশারদ জন অষ্টিন (জন অস্টিন) এ মতবাদের প্রবক্তা। তিনি ১৮৩২ সালে তাঁর "আইনশাস্ত্রের উপর বক্তৃতা" নামক গ্রন্থে সার্বভৌমত্বের একত্ববাদী ধারণা ব্যাক্ত করেন। সার্বভৌমত্বের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি হবস (হবস) এবং বেন্থাম (বেন্থাম) দ্বিরা বিশেষভাবে হন। এ দু' চেষ্টা এবং অনুসরণ করে অস্টিন আইন প্রথার মধ্যে নির্ণয় করেন। তাঁর, আইন হচ্ছে অধঃস্থানে বিশেষ, এর সাথে প্রতি মানসিকভাবে ঊর্ধ্বের বা প্রথার কোন সম্পর্ক নেই। এর মধ্যে সার্বভৌম শক্তির পক্ষ ও শক্তি। আর একারণেই সার্বভৌমের অদেশই আইন। (আইন হচ্ছে সার্বভৌমের আদেশ)
অষ্টিন সার্বভৌমত্বের সংজ্ঞা নির্দেশ করেছেন এভাবে, "যদি কোন সুনির্দিষ্ট ঊর্ধ্বতন মানবীয় কর্তৃপক্ষ সমাজের অপর কোন উর্ধ্বতন কর্তৃপক্ষের আনুগত্য স্বীকার না করে সমাজের অধিকংশ ব্যক্তির নিকট থেকে স্বভাবজাত আনুগত্য লাভ করে, তাহলে সেই সমাজে উক্ত সুনির্দিষ্ট কর্তৃপক্ষই সার্বভৌম। আর উক্ত উর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে গঠিত সমাজজ হল রাজনৈতিক ও স্বাধীন সমাজ। "
অস্টিনের সার্বভৌমত্ব তত্ত্বের বৈশিষ্ট্য
সার্বভৌমত্বের উপরোক্ত সংজ্ঞার বিশ্লেষণ থেকে এর কতিপয় বৈশিষ্ট্য হলো
• প্রতিটি স্বাধীন রাজনৈতিক সমাজ কোন না কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে যে বা যারা সার্বভৌম ক্ষমতা ব্যবহার করেন।
• সার্বভৌম ক্ষমতার অধিকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গ স্বাভাবতই উর্ধ্বতন কর্তৃপক্ষ। এ কর্তৃপক্ষ কারো আনুগত্য স্বীকার করে না এবং কারো ইচ্ছায়ও পরিচালিত হয় না। অর্থাৎ সার্বভৌম ক্ষমতা চরম ও অসীম।
• সার্বভৌম ক্ষমতা সুনির্দিষ্ট। এ ক্ষমতার অধিকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গ সাধারণ জনগণের মত অনির্দিষ্ট বা নৈর্ব্যক্তিক নয়।
সার্বভৌমত্ব একক সত্ত্বা। এ ক্ষমতা অবিভাজ্য, একে বিভক্ত করা যায় না।
জনগণের সহজাত অনুগতাই সার্বভৌমত্বের মানদন্ড। জনগণ স্বতঃস্ফূর্তভাবেই সার্বভৌম শাসকের প্রতি আনুগত্য পোষণ করবে।
সুতরাং এটি স্পষ্ট যে, অষ্টিনের সার্বভৌম তত্ত্ব মূলত রাষ্ট্রের চরম চূড়ান্ত, অবিভাজ্য এবং অপ্রতিহত ক্ষমতারই পরিচয় বহন করে। সার্বভৌম শাসনের আদেশই চূড়ান্ত বিশ্লেষণে আইন হিসেবে স্বীকৃত। সার্বভৌম ক্ষমতা সর্বব্যাপক এবং চিরন্তন।
সার্বভৌমত্বের একত্ববাদের সমালোচনা
সার্বভৌমত্বের একত্ববাদ তথা অষ্টিনের মতবাদকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচনা করেছেন। এসব সমালোচকদের মধ্যে গার্নার সিজউইক, লাক্ষী, স্যার হেনরী মেইন প্রমুখের নাম সবিশেষ উল্লেখযোগ্য। সমালোচনাগুলে নিম্নরূপ:
• আইনগত সার্বভৌমত্ব: অষ্টিনের সার্বভৌমত্ব মূলতঃ আইনগত সার্বভৌমত্ব। তিনি রাজনৈতিক সার্বভৌমত্বকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছেন।
• প্রথাগত বিধানগুলো উপেক্ষা: অষ্টিন তাঁর সার্বভৌমত্বের ধারণা দিতে গিয়ে প্রথাগত বিধানগুলো সম্পূর্ণরূপে উপেক্ষা করেছেন। অষ্টিনের মতে সার্বভৌমের আদেশই আইন কিন্তু অনেক সময় আইন সর্বভৌমের আদেশের রূপ পরিগ্রহ করে না।
• গণতন্ত্রের পরিপন্থী: অষ্টনের তত্ত্ব অনুসারে সার্বভৌম ক্ষমতাই সর্বোচ্চ আর অন্যান্য সকল ক্ষমতাই সেই ক্ষমতার অধীনস্থ। কিন্তু আধুনিককালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের সার্বভৌমত্ব সর্বাগ্রে স্বীকৃত।
• অচল মতবাদঃ অষ্টিনের সার্বভৌমত্বের ধারণা বর্তমানে অনেকাংশে অচল বলে মনে করা হয়। রাষ্ট্রের বলপ্রয়োগ ক্ষমতার উপর এটি ভিত্তিশীল। কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন, আইন শান্তির ভয়ে মেনে চলা হয় না বরং আইন মেনে চলার অভ্যাস জনগণের সহজাত প্রবৃত্তির মধ্যে নিহিত। জনগণ স্বভাবতঃই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে। সঙ্গত কারণেই অষ্টিনের এ মতবাদ বর্তমানে অনেকটা অচল হয়ে পড়ছে।
এতসব সমালোচনা থাকা সত্ত্বেও অষ্টিনের সার্বভৌম ক্ষমতা সংক্রান্ত ধারণাকে সম্পূর্ণরূপে মূল্যহীন বলা চলে না, বরং সার্বভৌমত্বের ধারণাকে তিনি এক সুনির্দিষ্ট রূপ দিয়েছেন। আর এখনেই তাঁর কৃতিত্ব।
সারকথা
সার্বভৌমত্ব সম্পর্কে দু'টো ভিন্নধর্মী মতবাদ রয়েছে - একটি হচ্ছে একত্ববাদী এবং অপরটি হলো বহুত্ববাদী মতবাদ। একত্ববাদী মতবাদ অনুসারে সার্বভৌম শাসকই আইনের উৎস। এ ক্ষমতার অধিকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গ স্বভাবতঃই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সার্বভৌম ক্ষমতা চরম, অসীম, অবিভাজ্য এবং সুনির্দিষ্ট ।
সম্পর্কিত প্রশ্নসার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদ।অষ্টিনের মতে সার্বভৌমত্বের বৈশিষ্ট্যগুলো কি? বিস্তারিত বর্ণনা করুন।জন অস্টিনের সার্বভৌমত্ব তত্ত্ব ব্যাখ্যা।সার্বভৌমিকতার একাত্ববাদী তত্ত্ব আলোচনা কর।সার্বভৌমত্বের একাত্ববাদী তত্ত্ব আলোচনা কর।