নির্বাচনী খরচ সম্পর্কিত বিধিসমূহ লিখ।

নির্বাচনী খরচ বলতে বুঝায় কোনো প্রার্থীর নির্বাচন ব্যবস্থা, তার নির্বাচন সংক্রান্ত আনুষঙ্গিক বিষয় যে খরচ বা প্রদত্ত। সার্কুলার বা প্রকাশনা জারির জন্য অথবা অন্য কোনো ভোটারের নিকট প্রার্থীর পরিচিতি বা তাঁর চিন্তা দফা লক্ষ্যও উদ্দেশ্য তুলে ধরার জন্য কৃত খরচ ও নির্বাচনী খরচ বলে গণ্য হবে। নিম্নে প্রশ্নালোকে বিস্তারিত আলোচনা করা হলো ।


নির্বাচনী খরচ 


মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রত্যেক প্রার্থীকে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্রের সাথে বিধি দ্বারা নির্ধারিত ফরমে তার নির্বাচনী খরচ নির্বাহ করার জন্য সম্ভাব্য তহবিলের উৎস সম্পর্কে একটি বিবরণী দাখিল করতে যাতে প্রদর্শন হয়।

১. তার নিজস্ব আয় হতে ব্যবহার করা যাবে এরূপ অর্থ;

২. তার আত্মীয় স্বজনের নিকট থেকে কর্জ করা হবে বা চাঁদা হিসেবে পাওয়া যাবে এরূপ অর্থ এবং তাদের আয়ের উৎস। 

৩. অন্য কোনো ব্যক্তির নিকট থেকে কর্জ হবে স্বেচ্ছাপ্রনোদিত চাঁদা হিসেবে পাওয়া যাবে এরূপ অর্থ

৪. কোনো বাৎসরিক দল সংস্থা, সমিতির নিকট থেকে স্বেচ্ছা প্রণোদিত চাঁদা হিসেবে পাওয়া যাবে এরূপ অর্থ ।

৫. অন্য কোনো উৎস থেকে পাওয়া যাবে এরূপ অর্থ। তবে শর্ত থাকে যে, পাচ হাজার টাকা পর্যন্ত স্বেচ্ছা দান/ অনুদান এর ক্ষেত্রে উপধারা (ক) থেকে (ঙ) প্রযোজ্য হবে না।

নির্বাচনী খরচ সম্পর্কিত বিধিসমূহের ব্যাখ্যা 


১. এই দফা 'আত্মীয়স্বজন' অর্থ স্বামী বা স্ত্রী, মাতা, পিতা, ছেলে, মেয়ে, ভাই হবে।

২. দফা (১) এর অধীন বিবরণীর সাথে বিধি দ্বারা নির্ধারিত ফরমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্পদ ও দায় এবং তার বার্ষিক আয় ও আয়কর দানকারী ২৩ তাহলে তাঁর বার্ষিক আয় ও ব্যয়ের একক বিবরণী এবং যদি তিনি আয়কর বহনকারী হন তাহলে তৎকৃত সর্বশেষ দাখিলকৃত আয়কর রিটার্নের একটি কপি সংযুক্ত থাকতে হবে।

৩. দফা (১)-এর অধীন দাখিলকৃত বিবরণীর একটি কপি, দফা (২) এ উল্লেখিত বিবরণী এবং রিটার্নের একটি কপিসহ এটা রিটার্নিং অফিসারের নিকট দাখিলের সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক রেজিষ্টারী ডাকযোগে কমিশনের নিকট প্রেরণ করতে হবে।

৪. যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী (১) এর অধীন দাখিলকৃত বিবরণীতে উল্লিখিত কোনো উৎস ব্যতিত অন্যকোনো উৎস হতে কোনো অর্থ প্রাপ্ত হন। তাহলে তিনি অনুরূপ অর্থ প্রাপ্তির তিন দিনের মধ্যে এইরূপে প্রাপ্ত অর্থ এবং প্রাপ্ত অর্থ পাওয়ার উৎস উল্লেখ করে একটি অতিরিক্ত বিবরণী রিটার্নিং অফিসারের নিকট পেশ করবেন এবং অনুরূপ বিবরণী রিটার্নিং অফিসারের নিকট পেশ করার সময় তাকে এর একটি কপি রেজিষ্টারী ডাকযোগে কমিশনের নিকট প্রেরণ করতে হবে।

কোনো ব্যক্তি দফা (২) এ বিধানকৃত পরিমাণ ব্যতীত কোনো প্রার্থীর নির্বাচনে খরচের জন্য তার নির্বাচনী এজেন্টের প্রতি কোনো প্রকার অর্থ প্রদান করতে পারবে না ।

শেষকথা 


উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, অর্থের বিনিময়ে যে কেউ নির্বাচনে জয়ী হবে সেটা করতে পারবে না। কারণ নির্বাচন কমিশন নির্দিষ্ট পরিমাণ নির্বাচনী খরচ নির্ধারণ করে দিয়েছে।
পূর্ববর্তী পরবর্তী
No Comment
মন্তব্য করুন
comment url